kalerkantho


বড় ভাইয়ের গুলিতে ছোট ভাই খুন

কালের কণ্ঠ অনলাইন   

৩ মার্চ, ২০১৭ ১৯:০৫বড় ভাইয়ের গুলিতে ছোট ভাই খুন

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক বিরোধের জেরে বড় ভাইয়ের গুলিতে ছোট ভাই খুন হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার বৈলছড়ি ইউনিয়নের পেচুরিয়া গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে বলে জানান বাঁশখালী থানার এসআই নাসির উদ্দিন রাসেল।

নিহত মো. শাহজাহান (৪০) ওই এলাকার কালা মিয়ার ছেলে। শাহজাহানের বড় ভাই বদি আলম এ ঘটনার পর থেকে পলাতক।

এ ব্যাপারে এসআই নাসির বলেন, “পারিবারিক বিষয়ে গতকাল বৃহস্পতিবার রাত থেকে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া চলছিল। আজ সকালে বদি তার ছোট ভাই শাহজাহানকে বন্দুক দিয়ে গুলি করেন।”

ডান পায়ের উরুতে গুলিবিদ্ধ শাহজাহানকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে তার মৃত‌্যু হয় বলে জানান মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে এসআই নাসির আরো জানান, ১০ বছর আগে বদি আলম তার শ্যালকের সঙ্গে বোনের বিয়ে দেন। তাদের ঘরে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। সম্প্রতি বোনের স্বামী আরেকটি বিয়ে করতে চাইলে দুই ভাইয়ের মধ্যে ঝামেলা বাঁধে। এই বিরোধের জেরেই বদি তার ভাইকে গুলি করেন।

 মন্তব্য