kalerkantho


ইবিতে বিএড কোর্সে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি    

৩ মার্চ, ২০১৭ ১৭:৪১ইবিতে বিএড কোর্সে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইইআর) সেন্টারের অধীনে ব্যাচেলর অব এডুকেশন (বিএড) কোর্সের চতুর্থ  ব্যাচের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন একাডেমিক ভবনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ভর্তি পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন আইআইইআর-এর পরিচালক অধ্যাপক ড. মেহের আলী, অধ্যাপক ড. মতিনুর রহমান, সহকারী অধ্যাপক জসিম উদ্দিন প্রমুখ। এ বছর বিএড কোর্সে ৭৫টি আসনের বিপরীতে ১২৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। বেলা ৩টা থেকে পরীক্ষা শুরু হয়ে সাড়ে ৩টায় শেষ হয়।

ভর্তি পরীক্ষার ফল ও ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট www.iu.ac.bd-এ পাওয়া যাবে।

 মন্তব্য