kalerkantho


সিরাজগঞ্জে আঞ্চলিক জীববিজ্ঞান উৎসব অনুষ্ঠিত

সিরাজগঞ্জ প্রতিনিধি    

৩ মার্চ, ২০১৭ ১৭:৩৪সিরাজগঞ্জে আঞ্চলিক জীববিজ্ঞান উৎসব অনুষ্ঠিত

সিরাজগঞ্জে আঞ্চলিক জীববিজ্ঞান উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার  শহরের হৈবমালা বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত জীববিজ্ঞান উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা। এতে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ আঞ্চলিক জীববিজ্ঞান কমিটির আহ্বায়ক ডা. নিত্য রঞ্জন পাল।

উৎসবে জুনিয়র, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক তিনটি গ্রুপ থেকে সিরাজগঞ্জ , পাবনা, বগুড়া, জয়পুরহাট এবং গাইবান্ধা জেলার ৪৩১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রশ্নোত্তর পর্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড  কমিটির সহ সাধারণ সম্পাদক অনিরুদ্ধ প্রামাণিক, রাজশাহী মেডিক্যাল কলেজের সহকারী অধ্যাপক ডা. হাবিবুল হাসান, প্রধান শিক্ষক আনোয়ার হোসেন প্রমুখ।

জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত জীববিজ্ঞান উৎসবে অংশগ্রহণের জন্য তিন বিভাগ থেকে ১৫ জন শিক্ষার্থীকে বাছাই করা হয়। এতে পাবনা স্কয়ার উচ্চ বিদ্যালয় প্রথম স্থান অধিকার করে।

 মন্তব্য