kalerkantho


কালিহাতীতে ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত

কালের কণ্ঠ অনলাইন   

৩ মার্চ, ২০১৭ ১৫:০৯কালিহাতীতে ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত

টাঙ্গাইলের কালিহাতীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বেলাল হোসেন (৫০) নামে ট্রাকচালক নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে কালিহাতী উপজেলার রাজাবাড়ী মোড়ে এই দুর্ঘটনা ঘটে। জানা যায়, সকালে ঢাকাগামী অজ্ঞাতনামা একটি ট্রাকের সঙ্গে ঘাটাইল অভিমুখী অপর একটি ট্রাকে সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে বেলাল হোসেন গুরুতর আহত হন। আহত অবস্থায় চিকিৎসার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
মৃত ব্যক্তি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার গারোট গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে বলে জানান এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই শাহ্আলম। টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক ভুইয়া জানান, ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হয়নি। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা আছে।

 মন্তব্য