বরিশালের লাকুটিয়া বাজারে আগুন লেগে দুই দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, রাতে বাবুল স্টোর্স থেকে আগুন লাগে। মুহূর্তের মধ্যে পার্শ্ববর্তী তপন টেইলার্সে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে স্থানীয়দের দাবি, এটা অগ্নিকাণ্ড নয়, একদল চোর রাতে দোকানপাটে চুরি করতে এসে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে।
লাকুটিয়া বাজার কমিটির সাধারণ সম্পাদক রিয়াদ হোসেন জানান, এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী উপ পরিদর্শক (এএসআই) আবুল কালাম জানান, আগুন নিয়ন্ত্রণে এনে ঘটনাস্থলে রাতভর পুলিশ সদস্যরা ছিল।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের