kalerkantho


আশুলিয়ায় শ্রমিক মেসবাড়িতে আগুন

নিজস্ব প্রতিবেদক, সাভার (ঢাকা)   

২ মার্চ, ২০১৭ ১৯:৩৬আশুলিয়ায় শ্রমিক মেসবাড়িতে আগুন

আশুলিয়ার কাইচাবাড়ি এলাকায় শ্রমিকরা বসবাসকারী একটি মেসবাড়িতে আগুনের ঘটনা ঘটেছে। আগুনে আধাপাকা অন্তত ১০টি কক্ষ ও কক্ষে থাকা সমস্ত মালামাল পুড়ে গেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানা যায়নি। আজ বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে কাইচাবাড়ি এলাকার লোকমান হোসেনের মালিকানাধীন শ্রমিক মেসবাড়িতে এই আগুনের ঘটনা ঘটে।

ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ডিইপিজেড) ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়ার স্টেশন অফিসার আব্দুল হামিদ জানান, শ্রমিকরা বসবাসকারী ওই ম্যাচবাড়িটির একটি কক্ষ থেকে হঠাৎ আগুন দেখতে পায় স্থানীয়রা। পরে আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যে পুরো বাড়িটিতে ছড়িয়ে পড়ে। 

এসময় স্থানীয়রা ফায়ার সার্ভিস অফিসে খবর দিলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং পরবর্তীতে আরও একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালায়। প্রায় পৌনে এক ঘন্টা চেষ্টার পর সকাল ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততসময়ে অন্তত ১০ টি আধাপাকা কক্ষ ও কক্ষে থাকা মালামাল পুড়ে যায়।মন্তব্য