kalerkantho


গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ

মঠবাড়িয়ায় বিএনপির অবস্থান কর্মসূচি

আঞ্চলিক প্রতিনিধি, পিরোজপুর    

২ মার্চ, ২০১৭ ১৫:৫৩মঠবাড়িয়ায় বিএনপির অবস্থান কর্মসূচি

গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে  পিরোজপুর মঠবাড়িয়া উপজেলা বিএনপির উদ্যোগে  দুই ঘণ্টা অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার স্থানীয় বিএনপি কার্যালয়ের সামনে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিএনপির শতাধিক নেতাকর্মী অবস্থান কর্মসূচি পালন করেন।

পৌর বিএনপির সভাপতি কে এম হুমায়ুন কবীরের সভাপতিত্বে কর্মসূচি চলাকালে  বক্তব্য দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রফিকুল আসলাম বাবুল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল আহসান কামাল মুন্সি, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুম বিল্লাহ, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, জনগণের টাকা হাতিয়ে নিতে গ্যাসের দাম বৃদ্ধি করা হয়েছে এবং এটি  সরকারের গণবিরোধী ও অগণতান্ত্রিক সিদ্ধান্ত।মন্তব্য