kalerkantho


গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদ

মেহেরপুরে বিএনপির অবস্থান কর্মসূচি পালিত

মেহেরপুর প্রতিনিধি    

২ মার্চ, ২০১৭ ১৫:২৭মেহেরপুরে বিএনপির অবস্থান কর্মসূচি পালিত

গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছে মেহেরপুর জেলা বিএনপি। আজ বৃহস্পতিবার সকালে মেহেরপুর জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন দলটির নেতাকর্মীরা।

জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাসুদ অরুনের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ কে খাইরুল বাশার, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, যুবদল নেতা জাহিদুর রহমান প্রমুখ। অবস্থান কর্মসূচিতে জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

এর আগে পুলিশের একটি দল জেলা বিএনপি কার্যালয়ের মোড়ে অবস্থান নিলে তারা মেহেরপুর প্রেসক্লাবের পরিবর্তে দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন। এ ব্যাপারে মেহেরপুর সদর থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, প্রেসক্লাবের সামনে অবস্থান নেওয়ার কোনো অনুমতি ছিল না।  

 মন্তব্য