kalerkantho


গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদ

ফরিদপুরে বিএনপির অবস্থান কর্মসূচি পালিত

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর    

২ মার্চ, ২০১৭ ১৪:১৪ফরিদপুরে বিএনপির অবস্থান কর্মসূচি পালিত

গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরে অবস্থান কর্মসূচি পালন করেছে শহর বিএনপি। ফরিদপুর প্রেসক্লাবের সামনের ফুটপাতে আজ বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচি চলাকালে বক্তব্য দেন শহর বিএনপির সভাপতি রেজাউল ইসলামে, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলী আশরাফ নান্নু, শহর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি এমটি আকতার টুটুল, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মিরাজ, কাইউম মিয়া, রঞ্জন চৌধুরী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এ কে এম কিবরিয়া স্বপন, রাজীব হোসেন, বেনজীর আহমদ তাবরীজ প্রমুখ।

গ্যাসের অযৌক্তিক মূল্য বৃদ্ধিতে জনগণের দুর্ভোগ বেড়েছে উল্লেখ করে বক্তারা অবিলম্বে গ্যাসের মূল্য হ্রাসের দাবি জানান।

 মন্তব্য