kalerkantho


রংপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ৩

কালের কণ্ঠ অনলাইন   

২ মার্চ, ২০১৭ ০৮:৪১রংপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ৩

রংপুরের পীরগঞ্জ উপজেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ সময় আরও অন্তত ২৫ জন আহত হয়েছেন। তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের কাছে এ ঘটনা ঘটে।

বড়দরগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই হাফিজুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে দিনাজপুরের খানাসামার বাসিন্দা নূর জাহান বেগম নামে একজনের পরিচয় জানা গেছে। অপরজনের পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, ভোরে ঢাকা থেকে ঠাকুরগাঁওগামী রুপসী পরিবহনের একটি বাস পীরগঞ্জের ফায়ার সার্ভিসের কাছে এসে পৌঁছায়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন যাত্রী। আহতদের ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।

এসআই হাফিজুর রহমান বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, গাড়ির চালক ঘুমিয়ে গাড়ি চালানোর কারণে এ ঘটনা ঘটেছে। পুলিশ বাসটি আটক করলেও চালক পালিয়ে গেছে বলে জানিয়েছেন এসআই হাফিজুর রহমান।মন্তব্য