kalerkantho


ফেনীতে পুলিশ মেমোরিয়াল ডে পালিত

ফেনী প্রতিনিধি    

১ মার্চ, ২০১৭ ২০:২৯ফেনীতে পুলিশ মেমোরিয়াল ডে পালিত

কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে দেশে প্রথমবারের মতো পুলিশ 'মেমোরিয়াল ডে' পালিত হয়েছে। এ উপলক্ষে ফেনী জেলা পুলিশের উদ্যোগে নবনির্মিত পুলিশ শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে নিহতদের স্মরণ করা হয়।

গতকাল মঙ্গলবার সকালে জেলা পুলিশ সুপার কার্যালয় প্রাঙ্গনের শহীদ বেদিতে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সুপার রেজাউল হক পিপিএম। এসময় একে একে পুলিশ সদস্য এবং নিহতদের পরিবারবর্গ পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধার সাথে নিহতদের স্মরণ করেন।

পরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে স্মরণসভা শেষে ফেনী জেলায় বসবাসরত ও কর্মরত অবস্থায় নিহত ৭ পুলিশ সদস্যের পরিবারবর্গের হাতে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার রেজাউল হক পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল উ ক্য সিং, সহকারী পুলিশ সুপার খালেদ হোসেন, সহকারী পুলিশ সুপার (বিশেষ শাখা) আমিনুল ইসলাম, জেলা ডিবি পরিদর্শক নাছির উদ্দিন, পরিদর্শক ডিএসবি নজিবুল্লাসহ ফেনী জেলার ৬ টি থানার পরিদর্শকবৃন্দ।মন্তব্য