kalerkantho


বান্দরবানে ৬দিনব্যাপী এসএমই পণ্য মেলা শুরু

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান   

১ মার্চ, ২০১৭ ১৮:৩২বান্দরবানে ৬দিনব্যাপী এসএমই পণ্য মেলা শুরু

বান্দরবান কালেক্টরেট চত্বরে আজ বুধবার ১ মার্চ থেকে ৬দিনব্যাপী চট্টগ্রাম বিভাগীয় এসএমই পণ্য মেলা শুরু হয়েছে। জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ এসএমই ফাউন্ডেশন এই মেলার আয়োজন করে।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং এমপি আজ বুধবার বিকেলে মেলার উদ্বোধন করেন। বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা চেম্বার সভাপতি ক্য শৈ হ্লা, জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, পুলিশ সুপার সঞ্জিত রায়, বান্দরবানের মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, অতিরিক্ত জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী এবং এসএমই ফাউডেশনের উর্ধতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে পার্বত্য প্রতিমন্ত্রী বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন।

ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট ও ময়মনসিংহ বিভাগসহ দেশের বিভিন্ন এলাকার ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা নিজেদের উৎপাদিত পণ্য নিয়ে মেলায় স্টল খুলেছেন। আগামী ৬ মার্চ পর্যন্ত মেলা চলবে।মন্তব্য