kalerkantho


ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিদ্যালয় কক্ষ পুড়ে ছাই

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি    

১ মার্চ, ২০১৭ ১৮:০১ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিদ্যালয় কক্ষ পুড়ে ছাই

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তারুয়া শালুকপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে আগুন লেগে গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ আসবাবপত্র পুড়ে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে। 

আজ বুধবার সকালে লাগা এ আগুন ব্রাহ্মণবাড়িয়া সদর ও আশুগঞ্জ থেকে আসা ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট নিয়ন্ত্রণে আনে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম বায়েজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহনাজ পারভীন জানান, কক্ষে থাকা দু’টি সিলিং ফ্যান পোড়ার ধরণ দেখে প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি দুর্ঘটনা। এতে আনুমানিক ছয়-সাত লাখ টাকার ক্ষতি হয়।মন্তব্য