kalerkantho


নওগাঁয় ট্রাকচাপায় সেনা সদস্যসহ নিহত ২

নওগাঁ প্রতিনিধি   

১ মার্চ, ২০১৭ ১৬:৩০নওগাঁয় ট্রাকচাপায় সেনা সদস্যসহ নিহত ২

নওগাঁর ধামইরহাট উপজেলায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী সেনা সদস্যসহ দুজন নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার তালকুড়ি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটেছে। নিহতরা হলেন যশোহর সেনা ক্যাম্পের সৈনিক ও উপজেলার জগদ্দল গ্রামের ফরহাদ হোসেন এবং একই উপজেলার আলমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বস্তাবর গ্রামের মোঃ মুন্না।

স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, সকাল ১১ টার দিকে বস্তাবর গ্রামের ফরহাদ হোসেন এবং মো. মুন্না মোটরসাইকেলযোগে উপজেলা সদরে আসছিলেন। ঘটনার সময় বিপরীত দিক থেকে একটি দ্রুতগামী ট্রাক এসে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থালেই সেনা সদস্য ফরহাদ হোসেন মারা যান। এ ঘটনায় মো. মুন্না আহত হলে তাকে উদ্ধার করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আজ দুপুর সাড়ে ১২ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মো. মুন্না মারা যান।

ধামইরহাট থানার ওসি রকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনারপর ট্রাকটি আটক করা সম্ভব হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।মন্তব্য