kalerkantho


শিক্ষার্থীদের ইতিহাস-ঐতিহ্যের সাথে পরিচয় করাবে 'ফেনিউরিজম'

ফেনী প্রতিনিধি   

২৮ ফেব্রুয়ারি, ২০১৭ ১৮:১৪শিক্ষার্থীদের ইতিহাস-ঐতিহ্যের সাথে পরিচয় করাবে 'ফেনিউরিজম'

ফেনীর বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এই জেলার নানা দর্শনীয় স্থান ও ইতিহাস-ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দেবে 'ফেনিউরিজম'। আজ মঙ্গলবার বিকেলে ফেনী জেলা প্রশাসক মো. আমিন উল আহসান তার সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানান।

 

তিনি বলেন, আগামী বুধবার বিকেলে ফেনী পি টি আই মাঠে এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার রুহুল আমিন। ফেনী এবং ট্যুরিজম-এই দুটি শব্দ এক করে ফেনিউরিজম নাম দেয়া হয়েছে। এর উদ্দেশ্য হচ্ছে ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের বিভিন্ন দর্শনীয় স্থানে নিয়ে সেগুলো সম্পর্কে জানানো এবং জেলার ইতিহাস-ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দেয়। আগামী ২ মার্চ ৩০ জনের প্রথম দলটি এ উদ্দেশ্যে যাত্রা করবে বলে জানানো হয়।

সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবময় দেওয়ান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শারমিন জাহান, ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।


মন্তব্য