kalerkantho


ভোলায় মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

ভোলা প্রতিনিধি   

২৮ ফেব্রুয়ারি, ২০১৭ ১৬:১৭ভোলায় মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

মানবাধিকার বিষয়ক তথ্যানুসন্ধান ও প্রতিবেদন লিখনে দক্ষতা উন্নয়নের লক্ষে ভোলায় তিন দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা মঙ্গলবার সমাপ্ত হয়েছে। 

হিউম্যান রাইটস ডিফেন্ডারস ফোরাম ভোলা জেলা শাখার সভাপতি মোবাশ্বির উল্ল্যাহ চৌধুরীর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আইন ও শালিস কেন্দ্রের প্রজেক্ট কো-অর্ডিনেটর জন অসিত দাস, প্রশিক্ষক তপতী ভট্টাচার্য্য, প্রশিক্ষণ সমন্বয়কারী মোহাম্মদ হোসেন, সাফিয়া খাতুন, জুন্নু রায়হান প্রমূখ। গত রবিবার সকালে ভোলা টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে এ কর্মশালার উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু। 

ভোলা, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠী ও পিরোজপুর জেলার ২৫ জন মানবাধিকার কর্মী তিন দিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিয়েছেন। বাংলাদেশ আইন ও শালিস কেন্দ্র প্রশিক্ষণের আয়োজন করে।মন্তব্য