kalerkantho


ঘন কুয়াশায় বরগুনায় ফেরি চলাচল বন্ধ

কালের কণ্ঠ অনলাইন   

২৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০৯:৩৫ঘন কুয়াশায় বরগুনায় ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে বরগুনার পুরাকাটা-আমতলী নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৬টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

পুরাকাটা-আমতলী ফেরিঘাট ব্যবস্থাপক ওয়াসিম জানান, ঘন কুয়াশায় নদীর মার্কিং বাতি অস্পষ্ট হয়ে ওঠে। এ অবস্থায় সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে সকাল সাড়ে ৬টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু করা হবে বলে জানান তিনি।

 মন্তব্য