kalerkantho


ইনান হাসনাইন পিরোজপুর জেলার শ্রেষ্ঠ স্কাউট নির্বাচিত

আঞ্চলিক প্রতিনিধি, পিরোজপুর   

২৬ ফেব্রুয়ারি, ২০১৭ ১৬:৩৫ইনান হাসনাইন পিরোজপুর জেলার শ্রেষ্ঠ স্কাউট নির্বাচিত

পিরোজপুরের মঠবাড়িয়ার ঐতিহ্যবাহী কে এম লতীফ ইনস্টিটিউশনের দশম শ্রেণির বিজ্ঞান শাখার শিক্ষার্থী ইনান হাসনাইন জেলার শ্রেষ্ঠ স্কাউট নির্বাচিত হয়েছেন। এছাড়া সে মঠবাড়িয়া উপজেলা পর্যায় শ্রেষ্ঠ স্কাউট নির্বাচিত হয়েছে।  

ইনান হাসনাইন মঠবাড়িয়া পৌর শহরের ব্যবসায়ী মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ও কে এম লতিফ ইনস্টিটিউশনের শিক্ষিকা জায়েদা ইসলামের ছোট ছেলে । কে এম লতীফ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

জানাগেছে, জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৭ এর শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক, শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক ও শ্রেষ্ঠ স্কাউট নির্বাচন উপলক্ষে গতকাল শনিবার জেলা পর্যায়ে আয়োজিত এক অনুষ্ঠানে মঠবাড়িয়ার ঐতিহ্যবাহী কে এম লতীফ ইনস্টিটিউশন পিরোজপুর জেলার শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচিত হয়। এতে কে এম লতীফ ইনস্টিটিউশনের দশম শ্রেণির বিজ্ঞান শাখার শিক্ষার্থী ইনান হাসনাইন জেলার শ্রেষ্ঠ স্কাউট নির্বাচিত হন।

পিরোজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহরাব হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় শিক্ষা সপ্তাহে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এসময় পিরোজপুর জেলা শিক্ষা অফিসার রমেশ চন্দ্র বিশ্বাসসহ জেলার প্রশাসনিক কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।মন্তব্য