kalerkantho


মেহেরপুরে হেরোইন ও গাঁজাসহ গ্রেপ্তার ৫

কালের কণ্ঠ অনলাইন   

২৬ ফেব্রুয়ারি, ২০১৭ ১১:২১মেহেরপুরে হেরোইন ও গাঁজাসহ গ্রেপ্তার ৫

মেহেরপুর সদর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে হেরোইন ও গাঁজাসহ দুই মাদক বিক্রেতা এবং পুলিশের অভিযানে তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) দিনগত রাত থেকে রবিবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপারের গোপনীয় শাখা সূত্র জানায়, মোমিনপুর গ্রামের খন্দকার সিরাজুল ইসলামের ছেলে আলাউদ্দীন ওরফে শফিকুল ইসলামকে এক গ্রাম হেরোইনসহ এবং মুজিবনগর উপজেলার গোপালপুর গ্রামের মৃত কয়েন শাহর ছেলে ইরাতুল ওরফে হ্যাবাকে এক শ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া পুলিশ গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে।

সকালে অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীব জানান, গ্রেপ্তারকৃতদের আদালতের নেওয়ার প্রস্তুতি চলছে।মন্তব্য