kalerkantho


আখাউড়ায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

কালের কণ্ঠ অনলাইন   

২৬ ফেব্রুয়ারি, ২০১৭ ০৮:৩০আখাউড়ায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বড় সতভাইয়ের হাতে ছোট ভাই রুবেল মিয়া (৩২) নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রুবেলের সতমা ও ভাই জহিরুল ইসলামকে আটক করেছে পুলিশ। শনিবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রুবেলের মৃত্যু হয়। এর আগে সকালে সতভাই জহিরুলের হামলায় রুবেল গুরুতর আহত হন। রুবেল উপজেলার দক্ষিণ ইউনিয়নের নুরপুর গ্রামের মিলন মিয়ার ছেলে।

আখাউড়া থানার ওসি মো. মোশারফ হোসেন তরফদার গণমাধ্যমকে জানান, অটোরিকশা কেনা ও বাড়িতে হাঁস খাওয়া নিয়ে সকালে রুবেলের সঙ্গে তার সতমা ও ভাইয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। এতে ক্ষিপ্ত হয়ে জহিরুল লাঠি দিয়ে রুবেলের মাথায় আঘাত করেন। পরে আহত অবস্থায় রুবেলকে প্রথমে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।মন্তব্য