kalerkantho


ফরিদপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহে নানা আয়োজন

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর    

২৫ ফেব্রুয়ারি, ২০১৭ ১২:২৫ফরিদপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহে নানা আয়োজন

ফরিদপুরে নানা আয়োজনে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। 'নিরাপদ প্রাণিজ আমিষের প্রতিশ্রুতি, সুস্থ সবল মেধাবী জাতি'- এ প্রতিপাদ্যকে সামনে রেখে
আজ শনিবার সকালে ফরিদপুর জেলা প্রশাসন ও  প্রাণিসম্পদ বিভাগের যৌথ উদ্যোগে শহরে একটি শোভাযাত্রা বের করা হয়।

বিভিন্ন সড়ক ঘুরে শোভাযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রতাপ চন্দ্র বিশ্বাস, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. হাবিবুর রহমান, আব্দুর রাজ্জাক, মিজানুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, মেধাবী জাতি গঠনে পুষ্টির প্রাণিজ আমিষের কোনো বিকল্প নেই। আর এ পুষ্টির অর্ধেক চাহিদা পূরণ করে প্রাণিজ আমিষ।

 মন্তব্য