kalerkantho


জামালপুরে এসএমই পণ্যমেলা শুরু

জামালপুর প্রতিনিধি    

২৫ ফেব্রুয়ারি, ২০১৭ ১০:১৮জামালপুরে এসএমই পণ্যমেলা শুরু

জামালপুর বৈশাখী মেলা মাঠে শুরু হয়েছে সাত দিনব্যাপী এসএমই পণ্যমেলা। গতকাল শুক্রবার বিকেলে জামালপুর বৈশাখী মেলা মাঠের মুক্তমঞ্চে মেলার উদ্বোধনী অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি। বিশেষ অতিথি ছিলেন সাবেক ভুমিমন্ত্রী রেজাউল করিম হীরা ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ।

ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে  অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহম্মেদ চৌধুরী, জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান, মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি প্রমুখ। মেলায় পাটজাত পণ্য ও জামালপুরের হস্তশিল্পসহ বিভিন্ন পণ্যসামগ্রীর শতাধিক স্টল স্থান পেয়েছে। এ ছাড়া মেলা প্রাঙ্গণে প্রতিদিন আকর্ষণীয় র‍্যাফেল ড্র'র ‌আয়োজন করা হয়েছে।মন্তব্য