kalerkantho


সুরঞ্জিতের আসনে মনোনয়ন সংগ্রহ করলেন জয়া সেনগুপ্ত

সুনামগঞ্জ প্রতিনিধি    

২৪ ফেব্রুয়ারি, ২০১৭ ২০:৪৬সুরঞ্জিতের আসনে মনোনয়ন সংগ্রহ করলেন জয়া সেনগুপ্ত

সদ্য প্রয়াত আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তের নির্বাচনী এলাকা সুনামগঞ্জ ২ (দিরাই-শাল্লা) আসনের উপনির্বাচনে মনোনয়ন সংগ্রহ করেছেন তাঁর স্ত্রী জয়া সেনগুপ্ত।

আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে ড. জয়া সেনগুপ্তের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন তাঁর ছেলে সৌমেন সেনগুপ্ত ও পুত্রবধূ ডা. রাখি সেনগুপ্ত। জয়া সেনগুপ্তের পাশাপাশি এ আসনে জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান ও লন্ডনপ্রবাসী আওয়ামী লীগ নেতা শামছুল হক চৌধুরীও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

দিরাই-শাল্লা উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, গত ১৪ ফেব্রুয়ারি দিরাই উপজেলা আওয়ামী লীগ কার্যনির্বাহী কমিটির সভায় সুরঞ্জিত সেনগুপ্তের আসনে তাঁর পরিবার থেকে প্রার্থী দেওয়ার দাবি জানানো হয়। এ ব্যাপারে কেন্দ্রকে লিখিতভাবে জানানো হয়। ‌আজ শুক্রবার বিকেলে জয়াসেন গুপ্তের পক্ষে তাঁর ছেলে সৌমেন সেনগুপ্ত ও পুত্রবধূ ডা. রাখি সেনগুপ্তসহ দিরাই-শাল্লা উপজেলা আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী মনোনয়নপত্র সংগ্রহের সময় উপস্থিত ছিলেন।

এদিকে, জয়া সেনগুপ্তের মনোনয়ন সংগ্রহের খবরে দুই উপজেলার তৃণমূল আওয়ামী লীগ নেতাকর্মীসহ স্থানীয় নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। শাল্লার বিভিন্ন স্থানে আনন্দ মিছিলও করেছেন তাঁরা। সন্ধ্যা ৬টার দিকে শাল্লা উপজেলার আনন্দপুর বাজারে স্থানীয় নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেন। শাল্লা উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক সাংবাদিক পিযুষ দাশ বলেন, "আমাদের নেতার স্ত্রী ড. জয়া সেনগুপ্তের মনোনয়ন সংগ্রহের খবরে আনন্দিত আমরা। বিভিন্ন স্থানে উৎফুল্ল  নেতাকর্মীরা তাঁকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছেন।" দিরাই-শাল্লা আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী তাঁকে বরণ করতে প্রস্তুত রয়েছেন বলে জানান তিনি।

শাল্লা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মহিমচন্দ্র দাশ বলেন, "জয়া সেনগুপ্তের মনোনয়নপত্র সংগ্রহের খবরে দুই উপজেলার সাধারণ নেতাকর্মীরা খুব খুশি। অনেকে ফোন করে আমাদেরকে তাদের আনন্দ উৎসাহের কথা জানিয়েছেন। তাছাড়া মনোনয়ন সংগ্রহকালে দুই উপজেলার শীর্ষ নেতাকর্মীরাও উপস্থিতি ছিলেন।"মন্তব্য