kalerkantho


রাতের আঁধারে লাগানো হলো ফেনী মডেল থানার ফলক

ফেনী প্রতিনিধি   

২৪ ফেব্রুয়ারি, ২০১৭ ২০:৩৪রাতের আঁধারে লাগানো হলো ফেনী মডেল থানার ফলক

রাতের আঁধারে কে বা কারা আবার ফেনী মডেল থানার প্রধান ফটকের ভাংচুর হওয়া ফলকটি লাগিয়ে দিয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার রাতের কোন এক সময় ফলকটি লাগানো হয় বলে জেলা পুলিশ প্রশাসনের সূত্র জানায়। 

এর আগে গত ১৯ ফেব্রুয়ারি ফলকটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ফেনীর পুলিশ সুপার রেজাউল হক পিপিএম। কিন্তু ২১ ফেব্রুয়ারি বিকেলে ফেনী পৌরসভার মেয়র আলাউদ্দিন কয়েকজন কাউন্সিলর ও পৌরসভার কয়েকজন কর্মীকে সাথে নিয়ে ফলকটি ভেঙে ফেলেন। পরে এর ভাঙা টুকরোগুলো পৌরসভার গাড়িতে করে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় ২২ ফেব্রুয়ারি ফেনী পৌরসভার ৯ কর্মীকে আসামী করে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেন থানার উপ পরিদর্শক নজরুল ইসলাম। তবে এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদ খান চৌধুরি জানান, কে বা কারা ওই স্থানে অবিকল আরেকটি ফলক বৃহস্পতিবার রাতের কোন এক সময় লাগিয়ে দিয়ে গেছে। ফলকে লেখা আছে 'ফেনী মডেল থানার প্রবেশদ্বার, শুভ উদ্বোধন করেন রেজাউল হক পিপিএম, পুলিশ সুপার, ফেনী। সহযোগীতায় ফেনী পৌরসভা।'মন্তব্য