kalerkantho


জামালপুরে 'এডুকেশন ওয়াচ' উপলক্ষে মতবিনিময়

জামালপুর প্রতিনিধি    

২৩ ফেব্রুয়ারি, ২০১৭ ১১:৫৮জামালপুরে 'এডুকেশন ওয়াচ' উপলক্ষে মতবিনিময়

জামালপুরে 'এডুকেশন ওয়াচ' উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আজ বৃহস্পতিবার সকালে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মুজাহিদ বিল্লাহ ফারুকীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জামালপুরের জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান। আমন্ত্রিত অতিথি ছিলেন প্রফেসর মাসুম আলম খান, মো. মোখলেছুর রহমান এবং মো. শহিদুল ইসলাম। গণস্বাক্ষরতা অভিযান ও বেসরকারি উন্নয়ন সংস্থা আইজল আয়োজিত সভায় স্বাগত বক্তব্য দেন আইজল এর সভাপতি সাংবাদিক জাহাঙ্গির সেলিম। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ও 'এডুকেশন ওয়াচ' এর সদস্য অধ্যাপক নাজমুল হক তাঁর বক্তব্য উপস্থাপন করেন।

 মন্তব্য