kalerkantho


ময়নামতি নয় কুমিল্লা নামেই বিভাগ দাবিতে মহাসমাবেশ

কালের কণ্ঠ অনলাইন   

২২ ফেব্রুয়ারি, ২০১৭ ১০:৩৫ময়নামতি নয় কুমিল্লা নামেই বিভাগ দাবিতে মহাসমাবেশ

'কুমিল্লা' নামে বিভাগের দাবিতে মহাসমাবেশ করেছে প্রতিবাদী জনতা। ওই দাবিতে ধারাবাহিক আন্দোলনের অষ্টম দিনে মঙ্গলবার নগরীর কান্দিরপাড় পূবালী চত্বরে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। একই দাবিতে জেলার বিভিন্নস্থানে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ পালন করেছে স্থানীয়রা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও অব্যাহত রয়েছে প্রতিবাদের ঝড়। মহাসমাবেশে দাবি বাস্তবায়নের লক্ষ্যে কর্মসূচি ঘোষণা করা হয়।

জানা গেছে, ১৪ ফেব্রুয়ারি পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভা শেষে প্রধানমন্ত্রীকে উদ্ধৃতি করে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল কুমিল্লা বিভাগের পরিবর্তে 'ময়নামতি' নামে বিভাগ করার সিদ্ধান্তের খবর জানালে ওই দিন থেকে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিবাদী জনতা বিক্ষোভ-মানববন্ধনসহ কর্মসূচি পালন শুরু করে। ৮ দিন ধরে জেলার বিভিন্নস্থানে একই দাবিতে রাজপথে মিছিল-সমাবেশসহ ব্যাপক কর্মসূচি পালন করা হয়। মঙ্গলবার সচেতন কুমিল্লাবাসী ব্যানারে প্রতিবাদী জনতা নগরীর কান্দিরপাড় পূবালী চত্বরে মহাসমাবেশ করে। বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ওই সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ নেয়।

সমাবেশে বক্তব্য রাখেন অধ্যক্ষ শফিকুর রহমান, অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ, হাসান ইমাম মজুমদার ফটিক, আবুল কাশেম হৃদয়, নীতিশ সাহা ও বিভিন্ন সংগঠনের নেতারা। দাবি বাস্তবায়নের লক্ষ্যে সমাবেশে বুধবার (আজ) স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান এবং দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত নগরীর সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার কর্মসূচি ঘোষণা করা হয়।

উল্লেখ্য, ২০১৫ সালের ১২ জানুয়ারি মন্ত্রিসভার বৈঠকে ময়মনসিংহকে অষ্টম প্রশাসনিক বিভাগ ঘোষণার সিদ্ধান্ত হয়। এরপরই উঠে আসে কুমিল্লাকে বিভাগ করার বিষয়টি। ওই বছরের ২৬ জানুয়ারি চট্টগ্রাম বিভাগকে ভেঙে কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল নিয়ে পৃথক বিভাগ করা যায় কি-না এ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরীক্ষা-নিরীক্ষা করতে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে নির্দেশনা দেন। পরে ২০১৫ সালের ২৫ মে কুমিল্লা টাউন হলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুমিল্লাকে বিভাগ ঘোষণার বিষয়ে আশ্বাস দেন।মন্তব্য