kalerkantho


শেষ হলো বিশ্ব জাকের মঞ্জিলের ওরশ

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর    

২১ ফেব্রুয়ারি, ২০১৭ ১৩:১৯শেষ হলো বিশ্ব জাকের মঞ্জিলের ওরশ

ফরিদপুর জেলার সদরপুরের বিশ্ব জাকের মঞ্জিল আটরশি দরবার শরিফের চার দিনের বার্ষিক ওরস শরিফ শেষ হয়েছে। শাহ সুফি খাজাবাবা ফরিদপুরীর রওজা মোবারক জিয়ারত ও আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ মঙ্গলবার শেষ হয়েছে এ ওরশ।

আজ বাদ ফজর শাহ সুফি খাজাবাবা ফরিদপুরীর রওজা মোবারক জিয়ারত শেষে লাখো মানুষ আখেরি মোনাজাতে অংশ নেন। মোনাজাত পরিচালনা করেন খাজা বাবা ফরিদপুরীরর অন্যতম আধ্যাত্মিক প্রতিনিধি পীরজাদা মোস্তফা আমীর ফায়সাল। আখেরি মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ, সমৃদ্ধি ও ঐক্য, বিশ্ব মানবকল্যাণ এবং ভাষা শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।

গত শনিবার শুরু হওয়া চার দিনের ওরস শরিফে দেশ-বিদেশের লাখো ভক্ত ও আশেকান-জাকেরানরা দরবার শরিফসহ আশপাশের জায়গা নিয়ে মহান আল্লাহতালার নৈকট্য লাভের আশায় পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির-আসকার, মোরাকাবা-মোশাহেদা, ওয়াজ-নসিহত, মিলাদ মাহফিল, ফরজ ও সুন্নত এবাদত বন্দেগির পাশাপাশি নফল এবাদতে মশগুল থাকেন।

আজ মঙ্গলবার ভোরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ-শান্তি ও সমৃদ্ধি তথা বিশ্ব মানবের কল্যাণে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে চার দিনের ওরস শরিফ শেষ হয়।মন্তব্য