kalerkantho


সিরাজগঞ্জে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

সিরাজগঞ্জ প্রতিনিধি   

২১ ফেব্রুয়ারি, ২০১৭ ০২:২৯সিরাজগঞ্জে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

যথাযোগ্য মর্যাদায় সিরাজগঞ্জে পালিত হচ্ছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি উপলক্ষে জেলার কেন্দ্রীয় শহীদ মিনার মুক্তির সোপানে ফুলের তোড়া দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জেলা ও পুলিশ প্রশাসন, রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা। 

মঙ্গলবার একুশের প্রথম প্রহরে শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না। এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে সিরাজগঞ্জের জেলা প্রশাসক কামরুন্নাহার সিদ্দিকা, পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার মিরাজউদ্দিন আহম্মেদ শ্রদ্ধঞ্জলি অর্পন করেন। এরপর মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন, জেলা শিল্পকলা একাডেমি, প্রেসক্লাবসহ একে একে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা কেন্দ্রীয় শহীদ মিনার মুক্তির সোপানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ভাষা শহীদদের প্রতি।  

এছাড়া জেলার কাজিপুর, কামারখন্দ, উল্লাপাড়া, শাহজাদপুর, রায়গঞ্জ, তাড়াশ, বেলকুচি ও চৌহালিতে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে।মন্তব্য