kalerkantho


কাল শেষ হচ্ছে ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিলের ওরস

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

২০ ফেব্রুয়ারি, ২০১৭ ১৯:৫৬কাল শেষ হচ্ছে ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিলের ওরস

বিশ্ব ওলী শাহসুফি খাজাবাবা ফরিদপুরীর রওজা মোবারক জিয়ারত ও আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আকাগামীল মঙ্গলবার শেষ হচ্ছে ফরিদপুর জেলার সদরপুরের বিশ্ব জাকের মঞ্জিল আটরশি দরবার শরীফের চার দিনের বার্ষিক ওরস শরীফ। এর আগে গত শনিবার বাদ ফজর থেকে ওরস শরীফ শুরু হয়েছিল।

আজ সোমবার ওরস শরীফের তৃতীয় দিনে দেশ-বিদেশের লাখো ভক্ত ও আশেকান-জাকেরানরা দরবার শরীফসহ আশেপাশের জায়গা নিয়ে মহান আল্লাহতালার নৈকট্য লাভের আশায় পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির-আজকার, মোরাকাবা-মোশাহেদা, ওয়াজ-নসিহত, মিলাদ-মাহফিল, ফরজ ও সুন্নত এবাদত-বন্দেগীর পাশাপাশি নফল এবাদতে মশগুল থাকেন।

আগামীকাল মঙ্গলবার ভোরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ-শান্তি ও সমৃদ্ধি তথা বিশ্ব মানবের কল্যাণে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে চার দিনের ওরস শরীফ শেষ হবে।মন্তব্য