kalerkantho


বগুড়ায় মাটির নিচ থেকে গ্রেনেড, গুলি ও ম্যাগাজিন উদ্ধার

কালের কণ্ঠ অনলাইন   

১৯ ফেব্রুয়ারি, ২০১৭ ২২:০০বগুড়ায় মাটির নিচ থেকে গ্রেনেড, গুলি ও ম্যাগাজিন উদ্ধার

বগুড়ায় মাটির নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় মুক্তিযুদ্ধের সময়কার ছয়টি হ্যান্ড গ্রেনেড , ২৪ রাউন্ড গুলি ও ১৩টি ম্যাগাজিন উদ্ধার করেছে পুলিশ।

এ ব্যাপারে জানতে চাইলে বগুড়া সদর সার্কেল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তি জানান, আজ রবিবার সকালে বগুড়া সদর উপজেলার গোকুল ইউনিয়নের বড় ধাওয়াকোলা গ্রাম থেকে ২৪ রাউন্ড গুলি, এসএমজি’র তিনটি ও এলএমজি’র ১০টি ম্যাগজিন এবং ছয়টি গ্রেনেড পুলিশ উদ্ধার করা হয়েছে।

তিনি আরো জানান, ওই গ্রামের মরহুম কলিম উদ্দিন খানের ছেলে আশিক খান নতুন বাড়ি তৈরি করছিল। বাড়ির পাশে সেফটি ট্যাংক নির্মাণের জন্য রবিবার সকাল ৯টার দিকে শ্রমিকরা কাজ করার সময় প্রায় দেড় ফুট নিচে মাটির পাতিল দেখতে পান। এ সময় তারা পাতিল ভেঙ্গে ওই অস্ত্র দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ অস্ত্রগুলো উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, এগুলো মুক্তিযুদ্ধের সময়কার। এ ঘটনায় থানায় জিডি করা হয়েছে।মন্তব্য