ফরিদপুর শহরের নিলটুলী এলাকার মুজিব সড়কে অবস্থিত গোল্ড সিটি মার্কেটে অভিযান চালিয়ে ২৬টি পাসপোর্টসহ উজ্জ্বল কুমার দাস (৪৪) নামের এক দালালকে আটক করা হয়েছে। পরে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্ত উজ্জ্বল শহরের গৌরগোপাল অঙ্গিনার বাসিন্দা।
আজ রবিবার দুপুর ১২টার দিকে র্যাবের একটি দল ওই মার্কেটে অভিযান চালিয়ে উজ্জ্বল কুমার দাসকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে। পরে ফরিদপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট পারভেজ মল্লিক তাকে ৫২ হাজার টাকা জরিমানা ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
র্যাব ৮ ফরিদপুর ক্যাম্প কমান্ডার রইচ উদ্দিন জানান, ওই মার্কেটে অভিযান চালিয়ে উজ্জ্বলের অফিস কক্ষ থেকে ২৬টি পাসপোর্ট, ৬৪টি আবেদন ফরম, পাঁচটি পরিচয়পত্র এবং একটি সিল জব্দ করা হয়। উজ্জ্বল কুমার দাস দীর্ঘদিন ধরে অবৈধভাবে পাসপোর্টের দালালি করছিলেন বলে জানান তিনি।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের