kalerkantho


জয়পুরহাটে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সেমিনার অনুষ্ঠিত

জয়পুরহাট প্রতিনিধি    

১৯ ফেব্রুয়ারি, ২০১৭ ১৪:৫৩জয়পুরহাটে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সেমিনার অনুষ্ঠিত

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে জয়পুরহাটে তথ্য যাচাইকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল ১০টায় টিএমএসএস মিলনায়তনে বেসরকারি সংস্থা সোশ্যাল ডেভলপমেন্ট সার্ভিস এ কর্মশালার আয়োজন করে।

জয়পুরহাট, গাইবান্ধা ও ঠাকুরগাঁও জেলার ১৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, পরিচালনা কমিটির সদস্য, অভিভাবক, শিক্ষা কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা কর্মশালায় অংশ নেন। এতে বিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে বাস্তবভিত্তিক বিভিন্ন তথ্য উপস্থাপন করেন গণস্বাক্ষরতা অভিযানের প্রশিক্ষক মোস্তাফিজুর রহমান। কর্মশালায় উপস্থিত বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক অভিভাবক ও পরিচালনা কমিটির সদস্যরা বিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে বাস্তবভিত্তিক নানা অসংগতি তুলে ধরে তাদের মত ব্যক্ত করেন।

কর্মশালায় বক্তব্য দেন জয়পুরহাট সদর উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুর রহমান, পাঁচবিবির প্যানেল মেয়র নূর হোসেন,বেসরকারি সংস্থা আইএসবি'র প্রধান নির্বাহী কর্মকর্তা তারিফুর রহমান খান, এসডিএস এর নির্বাহী আয়েশা আখতার প্রমুখ।

 মন্তব্য