kalerkantho


আশুগঞ্জে ট্রাকচাপায় শিশু নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি   

১৮ ফেব্রুয়ারি, ২০১৭ ১৯:১৮আশুগঞ্জে ট্রাকচাপায় শিশু নিহত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে পাথারবোঝাই একটি ট্রাকচাপায় তাসলিমা (১৩) নামে এক শিশু নিহত হয়েছে। আজ শবিবার বিকেলে উপজেলার বাহাদুরপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাসলিমা উপজেলার সোনারামপুর এলাকার খান অটো রাইছ মিলের এক শ্রমিকের মেয়ে।

আশুগঞ্জ থানার ওসি মো. সেলিম উদ্দিন ও খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ওসি মো. হুমায়ূন কবির দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁরা জানান, ট্রাকটিকে আটক করা গেলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছে।মন্তব্য