kalerkantho


কোটালীপাড়ায় বাসচাপায় স্কুল শিক্ষার্থী নিহত

কালের কণ্ঠ অনলাইন   

১৮ ফেব্রুয়ারি, ২০১৭ ১৪:৩৭কোটালীপাড়ায় বাসচাপায় স্কুল শিক্ষার্থী নিহত

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বাসচাপায় সিয়াম দাই (৮) না‌মের এক দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী নিহত হ‌য়ে‌ছে। আজ শ‌নিবার দুপুর পৌনে ১২টার দি‌কে কোটালীপাড়া উপ‌জেলা প‌রিষ‌দের সাম‌নের সড়‌কে এ দুর্ঘটনা ঘ‌টে। নিহত সিয়াম কোটালীপাড়া উপ‌জেলার উলাহা‌টি গ্রা‌মের জা‌হিদ হো‌সে‌নের ছে‌লে। সে কোটালীপাড়া কমলহা‌টি বিদ্যা নি‌কেত‌নের শিক্ষার্থী।

দুর্ঘটনার পর উত্তে‌জিত জনতা ঘাতক বাস‌টি‌তে আগুন ধ‌রি‌য়ে দেয়। প‌রে ফায়ার সা‌র্ভি‌সের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্র‌ণে ‌আনে। প‌রে তারা গোপালগঞ্জ-‌কোটালীপাড়া সড়‌কে যান চলাচল বন্ধ ক‌রে দেয়। কোটালীপাড়া থানার ওসি কামরুল ফারুক ঘটনা সত্যতা নি‌শ্চিত ক‌রে  জা‌নান, ‌কোটালীপাড়ার পয়সারহাট থে‌কে গোপালগঞ্জগামী এক‌টি লোকাল বাস ঘটনাস্থলে সিয়াম‌কে চাপা দেয়। এতে ঘটনাস্থ‌লেই মারা যায় সে।‌ বর্তমা‌নে পরি‌স্থি‌তি শান্ত। সড়‌কে যান চলাচল স্বাভা‌বিক কর‌তে চেষ্টা করা হ‌চ্ছে।মন্তব্য