kalerkantho


তারাকান্দায় পিকনিকের বাস খাদে, আহত ২০ শিক্ষার্থী

কালের কণ্ঠ অনলাইন   

১৮ ফেব্রুয়ারি, ২০১৭ ১২:৩৯তারাকান্দায় পিকনিকের বাস খাদে, আহত ২০ শিক্ষার্থী

ময়মনসিংহের তারাকান্দায় পিকনিকের বাস খাদে পড়ে শেরপুর জেলার ঝিনাইগাতী পাইলট উচ্চ বিদ্যালয়ের অন্তত ২০ শিক্ষার্থী আহত হয়েছে। গতকাল শুক্রবার রাতে পিকনিক থেকে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। আহতদের কয়েকজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে নেওয়া হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্র ;জানায়, গতকাল শুক্রবার নারায়ণগঞ্জ থেকে পিকনিক শেষে বাসায় ফিরছিল ঝিনাইগাতী পাইলট স্কুলের শিক্ষার্থীরা। রাতে ময়মনসিংহের তারাকান্দার কাকনী এলাকায় তাদের বহনকারী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

তারাকান্দা থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, "বাসটি উল্টে রাস্তার পাশে পড়ে যায়, এতে শিশুসহ ২০-২৫ জন আহত হয়।"মন্তব্য