kalerkantho


অবৈধপথে বাংলাদেশে প্রবেশের অভিযোগ

সীমান্তে নারী ও শিশুসহ আটক ৩৬

বেনাপোল (যশোর) প্রতিনিধি    

১৭ ফেব্রুয়ারি, ২০১৭ ১৮:০৬সীমান্তে নারী ও শিশুসহ আটক ৩৬

ভারত থেকে অবৈধপথে বাংলাদেশে প্রবেশের সময় আজ শুক্রবার সকালে বেনাপোলের দৌলতপুর সীমান্ত থেকে ছয় শিশুসহ ৩৬ নারী-পুরুষকে আটক করেছে বিজিবি। আটককৃতরা ভারতের মুম্বাই শহরে বিভিন্ন বাসাবাড়িতে শ্রমিকের কাজ করতেন বলে জানা গেছে।

দৌলতপুর বিজিবি ক্যাম্পের সুবেদার আব্দুস ছামাদ জানান, ভারত থেকে অবৈধভাবে সীমান্ত টপকে বাংলাদেশে একদল নারী-পুরুষ ও শিশু বাংলাদেশে প্রবেশ করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা দৌলতপুর সীমান্তে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ছয়জন শিশু, সাতজন নারীসহ ৩৬ জনকে আটক করা হয়। পাচারকারীরা এ সময় কৌশলে পালিয়ে যায়। আটককৃতদের বাড়ি নড়াইল, বাগেরহাট এবং ফরিদপুর জেলার বিভিন্ন স্থানে।

বেনাপোল পোর্টথানা পুলিশের এসআই  মনির হোসনে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়ের করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

 মন্তব্য