kalerkantho


মঠবাড়িয়ায় দরিদ্র শিশুদের মাঝে সুষম খাবার বিতরণ

আঞ্চলিক প্রতিনিধি, পিরোজপুর    

১৭ ফেব্রুয়ারি, ২০১৭ ১৬:৪১মঠবাড়িয়ায় দরিদ্র শিশুদের মাঝে সুষম খাবার বিতরণ

পিরোজপুরের মঠবাড়িয়ায় দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে সুষম খাবার বিতরণ করা হয়েছে। স্থানীয় একটি সামাজিক সংগঠন 'ছোট্ট মনুদের জন্য ভালোবাসা'র উদ্যোগে আজ শুক্রবার মঠবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফরিদ উদ্দিন এ কর্মসূচি উদ্বোধন করেন।

এ সময় মঠবাড়িয়া পৌর শহরের ২২ জন দরিদ্র শিশুর মাঝে হরলিকস, চিনি, নুডলস এবং গুড়া দুধ বিতরণ করা হয়। সংগঠনের সদস্য ও মঠবাড়িয়া প্রেসক্লাব সভাপতি আবদুস সালাম আজাদীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, সাংবাদিক মো. জিল্লুর রহমান, সংগঠনের উপদেষ্টা যুবলীগ নেতা মো. জুলহাস শাহীন, সংগঠনের মহাসচিব রাহাত রেজা, আহ্বায়ক শিবাজী মজুমদার, সাংবাদিক এসবি খান, শিবু প্রমুখ।

 মন্তব্য