kalerkantho


বগুড়ায় ট্রাক-অটোরিক্সা সংর্ঘষে নিহত ৩

কালের কণ্ঠ অনলাইন   

১৭ ফেব্রুয়ারি, ২০১৭ ১২:১৪বগুড়ায় ট্রাক-অটোরিক্সা সংর্ঘষে নিহত ৩

বগুড়ার শাজাহানপুর উপজেলার লিচুতলা এলাকায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে মহিলাসহ ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বগুড়া-ঢাকা মহাসড়কে এ ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন, শেরপুর উপজেলার সিএনজি অটোরিক্সাচালক আবুল কালাম আজাদ (৪৫), নন্দীগ্রাম উপজেলার শরিফা সুলতানা (৫০), শাজাহানপুর উপজেলার নয়মাইল এলাকার সাইফুল ইসলাম (৩৩)।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মাস'উদ চৌধুরী জানান, সন্ধ্যার দিকে লিচুতলা এলাকায় বগুড়ার সারিয়াকান্দি উপজেলাগামী একটি সিএনজি চালিত অটোরিক্সার সঙ্গে বগুড়া শহর থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। 

এতে ঘটনাস্থলে অটোরিক্সা চালকসহ ৩ জন মারা যায়। এ ঘটনায় গুরুতর আহত জুই (৩৫), গিনি বেগম (৩৬) ও সোনাবানু (৪১) নামে ৩ অটেরিক্সা যাত্রীকে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আহত ও নিহতরা সিএনজি অটোরিক্সার যাত্রী।মন্তব্য