kalerkantho


বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানালেন ফরিদপুরের জেলা পরিষদ চেয়ারম্যান

গোপালগঞ্জ প্রতিনিধি   

১৬ ফেব্রুয়ারি, ২০১৭ ২১:১০বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানালেন ফরিদপুরের জেলা পরিষদ চেয়ারম্যান

টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেছেন ফরিদপুরের জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ লোকমান হোসেন মৃধা।

আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় চেয়ারম্যান মোঃ লোকমান হোসেন মৃধা, পরিষদের সদস্য ও জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর মাজারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে তারা ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। 

এ সময় ফরিদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি এ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, ফরিদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, কোতোয়ালী থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, শহর আওয়ামী লীগ সভাপতি নাজমুল ইসলাম খন্দকার লেভী, জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, রাজেন্দ্রনাথ কলেজের ভিপি কাওসার আকন প্রমূখ উপস্থিত ছিলেন।মন্তব্য