kalerkantho


এসএসসি পরীক্ষায় দায়িত্বে অবহেলার অভিযোগ ৪ শিক্ষককে অব্যাহতি

লক্ষ্মীপুর প্রতিনিধি   

১৬ ফেব্রুয়ারি, ২০১৭ ১৮:২৪এসএসসি পরীক্ষায় দায়িত্বে অবহেলার অভিযোগ ৪ শিক্ষককে অব্যাহতি

লক্ষ্মীপুরে এসএসসি পরীক্ষা চলাকালে কেন্দ্রের কক্ষে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে দায়িত্ব থেকে ৪ শিক্ষককে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে লক্ষ্মীপুর সরকারি বালিকা বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে পরিদর্শনে এসে তাদের অব্যহতি দেওয়ার নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রমিজ আলম। 

অব্যাহতিপ্রাপ্ত কক্ষ পরিদর্শকরা হলেন, সহকারী শিক্ষক মনির হোসেন, হোসনেয়ারা বেগম, আকাশ মজুমদার ও নুরুল আফছার। এ বিষয়ে কেন্দ্রের সহকারী সচিব বলরাম চন্দ্র দেবনাথ জানান, 'ঘটনার সময় পরীক্ষা কেন্দ্রে ইতিহাস, পদার্থ বিজ্ঞান ও ফিন্যান্স বিষয়ে পরীক্ষা চলছিল। এ সময় কেন্দ্র পরিদর্শনকালে দায়িত্ব পালনের অবহেলার অভিযোগে ৩ শিক্ষককে এবং মোবাইল ফোন সেট পাওয়ায় এক শিক্ষিকাকে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।'মন্তব্য