kalerkantho


প্রসব-পরবর্তী পরিবার পরিকল্পনা সেবা নিয়ে অ্যাডভোকেসি সভা

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর    

১৬ ফেব্রুয়ারি, ২০১৭ ১৪:০৬প্রসব-পরবর্তী পরিবার পরিকল্পনা সেবা নিয়ে অ্যাডভোকেসি সভা

ফরিদপুরে প্রসব-পরবর্তী পরিবার পরিকল্পনা সেবা জোরদারকরণ বিষয়ে  অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্যোগে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা  অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের যুগ্ম সচিব ও পরিচালক দেলোয়ার হোসেন।

ফরিদপুর পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক খলিলুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ফরিদপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, আব্দুর রাজ্জাক প্রমুখ। সভায় প্রধান অতিথি বলেন, "দেশে জনসংখ্যার হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আগামী ৪০ বছর পর এ সংখ্যা দ্বিগুণ হবে। এতে নানা রকম সংকট তৈরি হতে পারে। সে জন্য সবাইকে সচেতন হতে হবে।" তিনি প্রসব-পরবর্তী সেবা প্রদানে পরিবার পরিকল্পনা অধিদপ্তরকে সহযোগিতা প্রদানের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

 মন্তব্য