kalerkantho


বরগুনার সকল রুটে বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট

বরগুনা প্রতিনিধি   

১৫ ফেব্রুয়ারি, ২০১৭ ২৩:৩৩বরগুনার সকল রুটে বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট

বরিশাল-কুয়াকাটা মহাসড়কে ভাড়ায়চালিত মোটর সাইকেলসহ সকল প্রকার থ্রি হুইলার বন্ধের দাবিতে এবং বাস মালিক-শ্রমিকদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে বরিশাল-কুয়াকাটা মহাসড়কসহ বরগুনার সকল রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট ডেকেছে বরিশাল পটুয়াখালী ও বরগুনার বাস মালিক সমিতি।

আজ বুধবার বিকেল ৫টায় বরগুনা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা। সংবাদ সম্মেলনে বরগুনার বাস মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা কিসলু লিখিত বক্তব্যে জানান, সরকারি নির্দেশ উপেক্ষা করে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের বেশ কিছু দিন ধরে অবৈধভাবে চলাচল করছে মাহেন্দ্র, ইজিবাইকসহ ভাড়ায় চালিত মোটর সাইকেল। এতে বেড়েছে এই রুটের সড়ক দূর্ঘটনা। এ কারণে মামলার সম্মুখীন হচ্ছেন আমাদের চালকরা।

এর আগে গত সোমবার আমতলীতে দু'পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘঠিত এক সংঘর্ষ প্রসঙ্গে তিনি বলেন, 'আমতলীতে সংঘর্ষের ঘটনায় বাস মালিক-শ্রমিকসহ ১৭ জনকে আটক করেছে পুলিশ। এছাড়াও বেশ কয়েকজন বাস মালিক-শ্রমিকের বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে।' তিনি তার লিখিত বক্তব্যে আটক বাস মালিক-শ্রমিকদের মুক্তির দাবি জানিয়ে পুলিশের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানানমন্তব্য