kalerkantho


কর্মচারীদের সভায় প্রক্টরের বাধাঁর অভিযোগ

ইবি প্রতিনিধি   

১৫ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০কর্মচারীদের সভায় প্রক্টরের বাধাঁর অভিযোগ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহায়ক কর্মচারীদের সাধারণ সভায় প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বাধাঁ দিয়েছেন বলে অভিযোগ করেছেন কর্মচারীরা। আজ বুধবার সকাল ১১টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে সাধারণ সভা করতে গেলে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

কর্মচারীরা জানান, সড়ক দুর্ঘটনায় নিহত ইবির ২ কর্মচারীর জন্য দোয়া মাহফিল, কর্মচারীদের বাৎসরিক ভোজন, ইবির প্রশাসনিক কর্মঘন্টা বৃদ্ধির ব্যাপারে আলোচনাসহ বিভিন্ন কর্মসূচি নিয়ে সাধারণ সভার আয়োজন করে সহায়ক কর্মচারী সমিতি। 

আজ বুধবার ১১টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ সাধারণ সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নির্দিষ্ট সময়ে মিলনায়তনে আসলে তা বন্ধ দেখে কর্মচারীরা। এরপর মিলনায়তন বন্ধ থাকার কারণ জানতে গেলে প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বন্ধ রাখতে বলেছেন বলে জানান কেন্দ্রীয় টিএসসিসির পরিচালক অধ্যাপক ড. দীপাক কুমার পাল। 

এতে ক্ষুব্ধ হয় কর্মচারীরা। পরে তারা সাধারণ সভা না করে প্রশাসনের সামনে এসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। এ সময় কর্মচারীরা প্রক্টরের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে তার পদত্যাগ দাবি করেণ। পরে তারা উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারীর সাথে দেখা করে তাদের ক্ষোভ প্রকাশ করেণ। এমন কোনো ঘটনা ঘটে থাকলে তার জন্য উপাচার্য দুঃখ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন কর্মচারীরা।

এ বিষয়ে সহায়ক কর্মচারী পরিষদের সভাপতি উকিল উদ্দিন বলেন, 'আমারা আমাদের সাধারণ সভার জন্য আগে থেকেই টিএসসিসির অনুমোদন নিয়েছি। তবে টিএসসিসির পরিচালক জানিয়েছেন প্রক্টর তা বন্ধ রাখতে বলেছেন। তাই আমরা বিক্ষেভ সমাবেশ করেছি। ভিসি স্যারের সাথেও কথা হয়েছে তিনিও বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন।'

টিএসসিসির পরিচালক আধ্যাপক ড. দীপাক কুমার পাল বলেন, 'প্রক্টরের আনুমোদন না থাকায় তাদেরকে তার অনুমতি আনতে বলা হয়েছে। এছাড়াও তাদের অনুমোদন প্রক্রিয়া যথাযথ ছিল না।'

প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, 'তারা সভা করার জন্য আমার কাছে কোন অনুমতি চায়নি। আর প্রশাসনের অনুমতি ছাড়া কোনো সভা সমাবেশ হতে পারেনা।'মন্তব্য