kalerkantho


মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

সালথায় নারী-শিশু ও সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর    

১৫ ফেব্রুয়ারি, ২০১৭ ১২:২৮সালথায় নারী-শিশু ও সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ

দীর্ঘদিন ধরে ফরিদপুরের সালথা উপজেলার বিভিন্ন গ্রামে মামা বাহিনীর সদস্যদের হাতে নারী-শিশু ও সাংবাদিক নির্যাতন এবং ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে ফরিদপুর শহরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। পরে জেলা প্রশাসকের কাছে দোষীদের গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবিতে স্মারকলিপি দেওয়া হয়।

ফরিদপুর প্রেসক্লাবের উদ্যোগে আজ বুধবার সকাল ১১টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত শহরের মুজিব সড়কে আধাঘণ্টা ধরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি ও পেশার প্রতিনিধিসহ সালথা উপজেলার কয়েক শ মানুষ অংশ নেন। এ সময় ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ হাসান রুবেল, ফরিদপুর শহর আওয়ামী লীগের সভাপতি খন্দকার নাজমুল হাসান লেভী, আক্কাস হোসেন. শওকত আলী জাহিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার ১৫ জন প্রতিনিধি বক্তব্য দেন।

বক্তারা মামা বাহিনীর অত্যাচার-নির্যাতন থেকে মানুষকে রক্ষার দাবি জানিয়ে প্রশাসনকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান। পরে ফরিদপুরের জেলা প্রশাসকের কাছে একই দাবিতে একটি স্মারকলিপি প্রদান করা হয়।মন্তব্য