kalerkantho


ভালোবাসা দিবস ভিক্ষুকদের সাথে উদযাপন

মেহেরপুর প্রতিনিধি   

১৪ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ভালোবাসা দিবস ভিক্ষুকদের সাথে উদযাপন

আজ ১৪ ফেব্রুয়ারি। বিশ্ব ভালবাসা দিবস। এ উপলক্ষে আজ মঙ্গলবার দুপুরে ভালবাসা দিবসে ভিক্ষুকদের সাথে ভালবাসা ভাগাভাগি করে নিল একদল তরুণ। শহরের বিভিন্ন এলাকার ৭০ জন ভিক্ষুকদের খাবার ও ফুল দিয়ে তাদের ভালবাসার শুভেচ্ছা জানাল তারা। এদের নেতৃত্ব দেয় সাইদুল ইসলাম অরেন নামক এক তরুন। তাদের সাথে আরো যারা আছেন, ঝুলন শেখ, সাকিব ইসলাম রনি, রাজিব আলী, নাহিদ হাসান সজিব, ডালিম হোসেন, চঞ্চল মিয়া, জহুরুল ইসলাম, ও শেখ মামুন। 

শফিকুল ইসলাম নামের স্থানীয় এক ব্যবসায়ী জানান, 'মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকায় ওই তরুণদের বসবাস। এদের মধ্যে অনেকেই বিভিন্ন দোকানে কর্মচারি হিসেবে কাজ করেন। অনেকে আবার এখনও ছাত্র। ছোটখাট পরিসরে তারা বেড়ে উঠলেও তাদের মানবিক স্থান অনেক বড় মাপের। স্থানীয় 'জাগ্রত তরুন সম্প্রদায়' নামক একটি সংগঠনের সাথে জড়িত তারা।' ব্যবসায়ী আরও জানান, 'আসহায়দের প্রতি তাদের এ ভালবাসা বিরাজ করুক সর্বমহলে। জেগে উঠুক মানবতা।'    

এ প্রসঙ্গে সাইদুল ইসলাম অরেণ জানায়, সমাজের এই অসহায় মানুষদের এক বেলা খাবার ও তাদের হাতে ফুলে তুলে দিতে পরে খুব ভাল লাগছে। এ ধরণের ব্যতিক্রম উদ্যোগ তারা ভবিষ্যতেও গ্রহণ করবেন বলে তিনি জানান। 
 মন্তব্য