kalerkantho


ফরিদপুরে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

১৪ ফেব্রুয়ারি, ২০১৭ ১৭:০২ফরিদপুরে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু

ফরিদপুরের চরভদ্রাসনের উপজেলা সদরের টিলারচর গ্রামে সুমি আক্তার নামে দশম শ্রেণির এক ছাত্রীর রহস্যজনক মুত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে নিহতের বাড়ির সামনের আমগাছ থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য লাশটি ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। 

নিহত সুমি স্থানীয় হরিরামপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী ও ওই গ্রামের সাঈদ প্রামানিকের মেয়ে।

সুমির মা রুনু আক্তার জানান, গতকাল রাত ১০টার দিকে সুমিকে পড়তে দেখে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়ে। আজ মঙ্গলবার ভোরেও পরিবারের সদস্যরা ঘুম থেকে উঠে বাড়ির কোথাও সুমিকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। পরে বাড়ির সামনের একটি আম গাছের ডালে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় সুমির লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। 

তিনি দাবি করেন, বেশ কিছুদিন ধরে সুমি অস্বাভাবিক আচরণ করত।

হরিরামপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল খালেক জানান, সুমি খুব শান্ত প্রকৃতির মেয়ে ছিল। চুপচাপ থাকতে পছন্দ করত। সুমির আচরণে কখনও মনে হয়নি তার কোনো মানসিক সমস্যা আছে।।

এ ব্যাপারে চরভদ্রাসন থানার উপপরিদর্শক(এসআই) স্বপন কুমার বিশ্বাস জানান, খবর পেয়ে পুলিশ সুমির লাশ উদ্ধার করে 
ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে সুমির বাবা সাঈদ প্রামানিক বাদী হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

 মন্তব্য