kalerkantho


ভালোবাসা দিবসে ফরিদপুরে তরুণদের ব্যতিক্রম আয়োজন

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর    

১৪ ফেব্রুয়ারি, ২০১৭ ১৩:৫০ভালোবাসা দিবসে ফরিদপুরে তরুণদের ব্যতিক্রম আয়োজন

আজ মঙ্গলবার বিশ্ব ভালোবাসা দিবসেতরুণদের ব্যতিক্রম আয়োজন ছিল ফরিদপুরে। 'আমরা কবর জয়' নামে শিক্ষার্থীদের একটি সংগঠন স্নেহবঞ্চিত পথশিশু ও রেলবস্তির দরিদ্র শিশুদের জড়ো করে গান ও কবিতা আবৃত্তিসহ নানা আয়োজনে তারা দিবসটি পালন করে।

সকালে ফরিদপুর স্টেশন চত্বরে একে একে গান পরিবেশন ও কবিতা আবৃত্তি করে নিজেদের প্রতিভার পরিচয় দেয় বঞ্চিত হতদরিদ্র পরিবারের শিশুরা। আনন্দ আয়োজন শেষে ৩০ জন শিশুকে খাবার খাওয়ানো হয়। সমাজে পিছিয়ে পড়া শিশুদের সঙ্গে ভালোবাসা দিবসের আনন্দ ভাগাভাগি করে নিতেই এ আয়োজন বলে জানান সংগঠনের সভাপতি আহমেদ সৌরভ।মন্তব্য