kalerkantho


মেহেরপুরে সাবেক এমপি আহাম্মদ আলীর ১৮ তম মৃত্যুবার্ষিকী পালিত

মেহেরপুর প্রতিনিধি   

১৩ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০মেহেরপুরে সাবেক এমপি আহাম্মদ আলীর ১৮ তম মৃত্যুবার্ষিকী পালিত

আলোচনা সভা, শোকর‌্যালী ও কবর জিয়ারতের মধ্য দিয়ে মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য জেলা বিএনিপর প্রতিষ্ঠাকালীন সভাপতি আহাম্মদ আলীর ১৮ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। আজ সোমবার বিকেলে মেহেরপুর জেলা বিএনপি এ কর্মসূচীর আয়োজন করে। 

মেহেরপুর কমিউনিটি সেন্টার মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেণ জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুণ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহসভাপতি আব্দুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, সদর উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. মারুফ আহমেদ, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, বিএনপি নেতা আব্দুর রহিম, জুলফিকার আলী প্রমুখ। 

পরে মেহেরপুর কমিউনিটি সেন্টার প্রাঙ্গন থেকে একটি শোকর‌্যালি বের করা হয়। শোকর‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেহেরপুর সরকারি কলেজ মোড়ের পৌর কবরস্থানে গিয়ে শেষ হয়। আহাম্মদ আলীর কবর জিয়ারতের মধ্য দিয়ে কর্মসূচী শেষ করা হয়। মন্তব্য