kalerkantho


যান চলাচল বন্ধ

মাগুরা-যশোর সড়কে ব্রিজ ধসে আহত ২

২টি ট্রাক ও ১টি পিক আপ ব্রিজের উপর আটকা

মাগুরা প্রতিনিধি    

১৩ ফেব্রুয়ারি, ২০১৭ ১৫:১২মাগুরা-যশোর সড়কে ব্রিজ ধসে আহত ২

মাগুরা-যশোর সড়কের সীমাখালি ব্রিজ ধসে এক সাইকেল আরোহীসহ দুজন আহত হয়েছে। এ ছাড়া ব্রিজের ওপর আটকে আছে দুটি ট্রাক ও একটি পিকআপ। অন্যদিকে, সড়কের দুই পাশে মাগুরা-যশোর এলাকায় আটকা পড়েছে কয়েক শ  যানবহন। আহতদের মাগুরা সদর হাপাতালে নেওয়া হয়েছে। আজ সোমবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আটকে পড়া যানবহন তিনটি উদ্ধারের চেষ্টা চলছে। ব্রিজটি প্রায় চার দশক আগে নির্মিত। এতে আটকে থাকা ট্রাক দুটিতে অতিরিক্ত পাথরবোঝাই ছিল বলে জানা গেছে। ভেঙে পড়া ব্রিজটি মাগুরা-যশোর সড়কের মাঝামাঝি এলাকায় অবস্থিত। ঢাকা ও অন্য জেলা থেকে যশোর, খুলনা, সাতক্ষীরা এবং বাগেরহাটে যাতায়াতের জন্য ব্রিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

স্থানীয়রা জানায়, অতীতে এসব জেলার মানুষদের উল্লেখিত জেলায় আসা-যাওয়ার জন্য ঝিনাইদহ ঘুরে যেতে হতো। ব্রিজটি নির্মিত হওয়ার পর মাগুরা থেকে যশোর যাওয়ার দূরত্ব ২৮ কিলোমিটার কমে যাওয়ায় এটিকে সহজ পথ হিসেবে বেছে নেয়। ব্রিজটি দ্রুত সংস্কার কিংবা বিকল্প ব্যবস্থা না হলে অতীতের মতো এসব জেলার মানুষকে দক্ষিণাঞ্চলে যাওয়ার ক্ষেত্রে ঝিনাইদহ ২৮ কিলোমিটার বেশি পথ ঘুরে যেতে হবে।

 মন্তব্য