kalerkantho


সুন্দরবনে বনদস্যু বাহিনীর সঙ্গে র‌্যাবের গুলিবিনিময়

কালের কণ্ঠ অনলাইন   

১৩ ফেব্রুয়ারি, ২০১৭ ০৯:৫৩সুন্দরবনে বনদস্যু বাহিনীর সঙ্গে র‌্যাবের গুলিবিনিময়

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের ছোটকলাগাছি এলাকায় পশুরতলা খালে র‌্যাব ৮ এর সঙ্গে বনদস্যুদের একটি বাহিনীর গুলিবিনিময়ের খবর পাওয়া গেছে। আজ সোমবার সকালে র‌্যাব ৮ এর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো মোবাইল ফোনের খুদে বার্তায় এই তথ্য জানানো হয়।

পরে র‌্যাব ৮ এর উপ-অধিনায়ক মেজর আদনান কবির গণমাধ্যমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ছোটকলাগাছি এলাকায় অভিযানে যায় র‍্যাব। সকাল সোয়া ৮টার দিকে বনদস্যু নুরু বাহিনীর সঙ্গে র‍্যাবের গুলিবিনিময় শুরু হয়।মন্তব্য